জনপ্রিয়

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে একাদশ শ্রেণির নবীন বরণ-২০২৪ অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 months ago

মোঃ খালিদ হাসান নিশাদ (স্টাফ রিপোর্টার)

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, সকাল সাড়ে ১০ টায়, নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে একাদশ শ্রেণির নবীন বরণ-২০২৪ সালের অনুষ্ঠান সফল হলো প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহণের মাধ্যমে।

উক্ত অনুষ্ঠানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলার আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব নাসিমা সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, জেলা বাসদ এর সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, লেখক, কলামিস্ট, শিক্ষক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলার সাবেক সভাপতি মাকসুদ ইবনে রহমান, নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, শিক্ষক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি সুলতানা আক্তার, নবীন বরণ উদযাপন কমিটির আহবায়ক আহমেদ রবিন স্বপ্ন, সদস্য সচিব শিপা প্রমুখ।