মোঃ খালিদ হাসান নিশাদ (স্টাফ রিপোর্টার)
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, সকাল সাড়ে ১০ টায়, নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে একাদশ শ্রেণির নবীন বরণ-২০২৪ সালের অনুষ্ঠান সফল হলো প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহণের মাধ্যমে।
উক্ত অনুষ্ঠানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলার আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব নাসিমা সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, জেলা বাসদ এর সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, লেখক, কলামিস্ট, শিক্ষক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলার সাবেক সভাপতি মাকসুদ ইবনে রহমান, নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, শিক্ষক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি সুলতানা আক্তার, নবীন বরণ উদযাপন কমিটির আহবায়ক আহমেদ রবিন স্বপ্ন, সদস্য সচিব শিপা প্রমুখ।