সখিপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি-ইলিয়াস কাশেম, সাধারণ সম্পাদক-মোর্শেদ খান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 19 hours ago

স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলে সখিপুর রিপোর্টার্স ইউনিটি ত্রিবার্ষিক-সম্মেলন ২৬ এ জুলাই(শনিবার) সকালে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইলিয়াস কাশেম সখিপুর উপজেলা প্রতিনিধি(বিজয় টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোর্শেদ খান স্টাফ রিপোর্টার (দৈনিকে বাংলার দূত)।

অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন তারা হলেন। সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম(দৈনিক আজকালের খবর), সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন (দৈনিক আলোকিত প্রতিদিন), যুগ্ম সম্পাদক মোঃ মোশারফ হোসেন,(গণমানুষের আওয়াজ), মোঃ আলা-আমীন(ভোরের চেতনা)

সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমীন (গণঅধিকার), কোষাধক্ষ্য মোঃ হাসান আলী (বার্তা সারেজামিন), দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল (যুগ যুগান্তর), তথ্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সুমন সরকার(গণকন্ঠ),ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রেজাউল করিম রিফাত (আজকের গোয়েন্দা সংবাদ)।
সম্মানিত সদস্য মতিউর রহমান ভূঞা, মির্জা সাইদুল ইসলাম, রহমতুল্লাহ, ফাইজুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান মিয়া।
সদস্য মোঃ রাসেল, মোঃ রাকিব শিকদার (লাল), মোঃ সাব্বির আহমেদ, মোঃ মেরাজ শিকদার।

  • সখিপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি-ইলিয়াস কাশেম