বিএনপির মানবিক উদ্যোগে চোখের আলো ফিরে পাচ্ছেন তারা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 hours ago

নেত্রকোনা জেলা প্রতিনিধি

“অনেকদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলাম। ডাক্তার পরীক্ষা করে ছানি অপারেশন করতে বললেন। আজ চিকিৎসার জন্য চক্ষু হাসপাতালে যাচ্ছি”, কথাগুলো বলছিলেন চোখের চিকিৎসা নিতে আসা রোগী বেগম আক্তার। ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনা খরচে তার চোখের ছানি অপারেশন করা হবে। এছাড়া ফ্রি ঔষধও পাবেন তিনি।

বেগম আক্তারের মতো দু:স্থ-অসহায়দের সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ ফ্রিতে এই চিকিৎসা সেবা পাচ্ছেন রোগীরা। তাদের খাওয়াদাওয়া, যাতায়াত সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করছেন তিনি।

‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা বিএনপির উদ্যোগে এবং ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে আয়োজিত ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়।

রবিবার (২০ জুলাই) ৪২ জন রোগীকে ময়মনসিংহে পাঠানো হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৩১ জন নারী রয়েছেন।

বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবকরা তাদের দুর্গাপুর থেকে বাসযোগে হাসপাতালে পৌঁছে দেন।

চিকিৎসা নিতে আসা রোগী রহিমা খাতুন বলেন,আমরার (আমাদের) মতো গরীব মাইনসের (মানুষের) চোহের (চোখের) চিকিৎসা করার সামর্থ্য নাই। ব্যারিস্টার স্যারের সহযোগিতায় আমার চোহের (চোখের) চিকিৎসা অইবো (হবে)। তিনি আমরারে (আমাদের) বিনা খরচে চিকিৎসা করাইতাসেন (করাচ্ছেন)।

অপর রোগী ইউনুছ আলী বলেন,চোখে দেখি না। তাই কাজকর্মও করতে পারি না। ডাক্তার বলেছে অপারেশনের পর চোখের আলো ফিরে পাবো। আমি অনেকদিন ধরে এই অপেক্ষায় আছি। অবশেষে কায়সার কামাল ভাইয়ের উদ্যোগে সেই আশা পূর্ণ হচ্ছে।

জানা গেছে,বিভিন্ন ধাপে ৯৩২ জন রোগীর অনেকেরই চোখের ছানি অপারেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও দ্রুত সময়ের মধ্যে অপারেশন সম্পন্ন হবে।

খোঁজ নিয়ে জানা গেছে,কিছুদিন পূর্বে অপারেশন সম্পন্ন হওয়া রোগীরা এখন পুরোপুরি সুস্থ। তারা স্বাভাবিকভাবে চলাফেরা ও কাজকর্ম করতে পারছেন। তাদের চোখে ফিরে এসেছে আলো। তারা ফিরেছেন স্বাভাবিক জীবনে।

  • বিএনপির মানবিক উদ্যোগে চোখের আলো ফিরে পাচ্ছেন তারা