জনপ্রিয়

তামিম এবং সমলোচনার ঝড়……!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

আকাশ দাশ সৈকত

কোথায় যেন শোনেছিলাম পোশাক আর আভিজাত্যের ভীড়ে কখনো মানুষকে ব্যক্তিত্ব ফুটে ওঠে না , আসল ব্যক্তিত্ব তো ফুটে উঠে মানুষের ব্যবহার আর চরিত্রে ,! জাতীয় দলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন আরো বছর দুই আগেই, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা না থাকা নিয়ে ম্যানেজমেন্টের ভাবনায় থাকলে নিজে থেকে সরে দাঁড়িয়েছেন লাল-সবুজ জার্সি ধারণ থেকে । তবে দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশ বিদেশে অনেক সুনাম আর কীর্তি কুড়িয়েছেন, নিজে সম্মান পেয়েছেন দেশের জন্য সম্মান বয়ে এনেছেন…….! তবে সব সম্মানের বিদায় যেন চলতি বিপিএলে, রংপুরের হেলসের পর এইবার নতুন বিতর্ক সাব্বিরকে নিয়ে…..! বয়সটা এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে , জাতীয় দলকে বিদায় বললেও খেলছে ঘরোয়া আসরে, ফিটনেসের দিক দিয়ে পিছিয়ে পড়লেও ব্যাট হাতে তার পুরনো ছন্দ, তবে হঠাতে খেই হারা নিজের মুখের ব্যবহারে, চট্টগ্রামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ব্যাট করতে নেমে যেন নিজের মুখকে সংযত করতে পারলেন না, ঢাকার সাব্বিরকে ফিল্ডিংয়ের সময় দিলেন অকথ্য ভাষায় গালি, যা মুহুর্তে ভাইরাল হয়ে গেয়েছে নেট পাড়ায়, সমালোচনায় একের পর এক পোস্ট আঁচড়ে পড়ছে তার নামের পাশে……….! বুড়ো বয়সে ভীমরতি, একটা প্রবাদ বাক্য শোনা যায় বেশি, আপনি করতে চাইবেন না তারপর ও করবেন, বলবেন হবে না তারপর ও হবে, নিজেকে সংযম করতে চাইলেও সংযত হতে অনীহা প্রকাশ করতে হবে, ! তামিমের বেলায় ও ঘটেছে এমনটা, হেলসের সাথে গত ম্যাচের চিত্রটা হয়তো ভিন্ন ছিলো অনেকে আবার তামিমের হয়েও লড়েছেন তবে আজ সাব্বিরের সাথে যেটা করলেন সেটা নিশ্চিত অন্যায় নয়তো বেয়াদবি……..! মাঠের খেলা মাঠে শেষ হয়ে গেলেও ম্যাচের শেষে তামিম আফার আলোচনায়, পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মঞ্চের পাশে গিয়ে তামিম অনেকটা সময় দাঁড়িয়ে থাকলেও পুরষ্কার যিনি দেবেন, সেই বোর্ড সভাপতি ফারুক আহমেদেরই মঞ্চে আসতে দেরি হওয়ায় বিরক্ত হয়ে মঞ্চে ওঠেননি তামিম। তাইতো ক্ষুদ্ধ হয়ে পুরষ্কার নেয়ার জন্য পাঠিয়েছেন বরিশালের আরেক ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে….. তামিম নামক এক ইকবাল ছিলো বাংলার ক্রিকেটে….ব্যাটিংয়ে দ্যুতি ছড়িয়ে যিনি নাম তুলেছিলেন বিশ্বঅঙ্গনে,তবে বর্তমান তামিম ক্রিকেটের জন্য বড্ড ভয়ঙ্কর, বাংলার ক্রিকেট অঙ্গনে কলঙ্কের ছায়া লাগিয়ে যিনি এখন হতে চাচ্ছে সমর্থকদের সমলোচনার অংশ……….!

  • তামিম এবং সমলোচনার ঝড়……!