জনপ্রিয়

উল্লাপাড়ার কৃতি সন্তান ঢাকায় দুর্বৃত্তদের হাতে আহত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 2 days ago

মো: সুজন আহমেদ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বাঙ্গাল গ্রামের কৃতি সন্তান হাসনাইন হীরা তিনি একজন কবি সাহিত্য ও দেশবন্ধু সিমেন্ট কোম্পানিতে চাকরি করেন। সে গতকাল সন্ধ্যায় অফিস থেকে ফিরছিলেন বাইকে। সে সময় রাস্তার মধ্যে পূর্ব পরিকল্পিত অনুযায়ী দুর্বৃত্তরা ওত পেতে ছিলেন।হাসনাইন হীরা যখন তাদের কাছাকাছি পৌঁছান তখন ওই দুর্বৃত্তরা তার গলা বরাবর পূর্ব থেকে টানিয়ে রাখা জি আই এর কাঁটাওয়ালা তার নামিয়ে দেয় তারে বেজে গিয়ে হাসনাইন হীরা বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় এবং কাঁটাওয়ালা জিআই তারে গলা কেটে যায় এবং রাস্তায় পড়ে তার জ্ঞান হারিয়ে যায়। সাথে সাথে তাকে হসপিটালে নেওয়া হয়। এখন তিনি বর্তমানে নরসিংদী সদর হসপিটালে চিকিৎসাধীন আছে। হাসনাইন হীরা বলেন,এই বর্বরতা ঘটনার বিচার চাই। প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং এই দুরবৃত্ত সন্ত্রাসীদের অতি তাড়াতাড়ি গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।