জনপ্রিয়

উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের উত্তর মোহনপুর ব্রিজের উপর রাস্তার বেহাল দশা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 2 days ago

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ২ নং বাঈালা ইউনিয়নের উত্তর পিয়ারা মোহনপুর ব্রিজের ওপর রাস্তার বেহাল অবস্থা, গাড়ি চলাচল করতে পারে না। রাস্তায় যেখানে ২ টা গাড়ি অনায়াসে চলাচল করতে পারবে সেখানে একটা গাড়ি চলাচল করতে পারে না। রাস্তার উপরে খড় দেওয়ার কারনে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। দুই পাশে খড় দেওয়ার কারনে পিচ্ছিল জায়গা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অর্ধেকের বেশি জায়গা দখল করে রাখছে ধান দিয়ে। দুই পাশে রাস্তা বন্ধ করে রাখছে খড় আর ধান রেখে।