(সম্পাদকীয়)
দৈনিক জাগ্রত মাতৃভূমি এর পক্ষ থেকে সকল পাঠকদের জন্য অনলাইন গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার বিবরণ এবং নিয়মাবলী:
১. প্রতিযোগিতাটি সম্পূর্ণ অনলাইন একটি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নিতে আপনার গাওয়া যেকোনো একটি বাংলা গান মোবাইল বা ক্যামেরায় রেকর্ড করে আমাদের গ্রুপে আপলোড করতে হবে। একজন সর্বাধিক একটি গান দিতে পারবেন।
২. গান পাঠানোর পদ্ধতি: আপনার রেকর্ডেড গানটি আমাদের WhatsApp নম্বর: +8801601922826 এ পাঠান অথবা আমাদের ইমেইল করতে পারেন: jagrotomatrivumi@gmail.com [আপনি চাইলে একাধিক গান প্রদান করতে পারবেন] গানের সাথে আপনার নিজের নাম, বিকাশ/নগদ মোবাইল নম্বর ও ঠিকনা লিখে দিবেন।
৩. খালি গলায় বা কোনো বাদ্যযন্ত্র (গিটার, হারমোনিয়াম, তবলা) বাজিয়ে গেয়ে পাঠাতে পারেন, অবশ্যই ভিডিও রেকর্ডেড গান হতে হবে। কিন্তু কোনো অডিও রেকর্ডিং, ইউটিউব লিঙ্ক বা কোনো অ্যাপ্লিকেশন মারফত তৈরী করা ভিডিও গান নেওয়া হবে না। [দেশী-বিদেশী যেকোন গান/গজল/সঙ্গীত/কবিতা পাঠাতে পারবেন]
৪. আগামী ২১ শে ফেব্রুয়ারী পর্যন্ত গান পাঠাতে পারবেন।
৫. গান পাঠানোর পর ক্রমানুসারে প্রতিদিন একটি করে গান দৈনিক জাগ্রত মাতৃভূমির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপলোড করা হবে। আপলোড এর পর প্রথম ১০ দিনের ভিউ+লাইক+কমেন্ট এর পরিমান এর ভিত্তিতে ও গাণের মানের ভিত্ততে বিজয়ী নির্বাচন করা হবে।
৬. মার্চের ০১ তারিখে বিজয়ীদের তালিকা ঘোষণা করা হবে এবং পুরস্কার প্রদান করা হবে।
৭. পুরস্কার সমূহ:
১ম- ১৫০০ টাকা
২য়- ১০০০ টাকা
৩য়- ৫০০ টাকা
৪র্থ- ৩০০ টাকা
৫ম থেকে ১০ম – ১টি টি-শার্ট
[আগ্রহীরা উপরোক্ত নিয়মাবলী অনুসারে ২১ শে ফেব্রুয়ারীর পূর্বে WhatsApp নম্বর: +8801601922826 এ পাঠান অথবা আমাদের ইমেইল করতে পারেন: jagrotomatrivumi@gmail.com আপনার গাওয়া যেকোন গান ভিডিও রেকর্ড করে পাঠাবেন, অবশ্যই গানের ফাইলের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর (বিকাশ/নগদ) টেক্সট করে দিবেন)]