ভারতের সাথে এসিসির সভা বর্জন করেছে শ্রীলঙ্কা-আফগানিস্তান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 hours ago

আকাশ দাশ সৈকত

চলতি মাসের শেষ দিকে হতে যাওয়া ঢাকায় এশিয়ান ক্ৰিকেট কাউন্সিল (এসিসির) বার্ষিক সভা ভারতের সাথে একসঙ্গে বর্জনের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কা-আফগানিস্তান সহ আরো কয়েকটি এসিসি সদস্য বোৰ্ড।

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের পর্দা উঠছে আর কিছুদিন পর। তবে তার আগেই ঢাকায় আগামী ২৪শে জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসির) বার্ষিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ঢাকায় সভা আয়োজন নিয়ে আপত্তি রয়েছে ভারতসহ বেশ কিছু এসিসি সদস্য বোর্ডের। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের সূত্র অনুযায়ী রাজনৈতিক এবং কূটনৈতিক কারণে এসিসির এই সভা বর্জন করেছে ভারত। তাছাড়া ভারতের সাথে একসঙ্গে এই সভা বর্জন করেছে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং ওমানসহ আরো কিছু সদস্য দেশ।

সংবাদমাধ্যমটিকে শীর্ষ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হলে তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই। ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হওয়া এমন সিদ্ধান্তের নেপথ্য কারণ বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে

সূত্র আরো বলে, ‘এসিসি এবং চেয়ারম্যান নাকভিকে নিজেদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিয়েছে বিসিসিআই। ভেন্যু পাল্টানোর বিষয়ে তারা ব্যক্তিগতভাবে অনুরোধও করেছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।’

উল্লেখ্য বর্তমানে এসিসির সদস্যদেশ ২৭টি। এই আঞ্চলিক ক্রিকেট সংস্থার সংবিধান অনুযায়ী, গুরুত্বপূর্ণ কয়েকটি সদস্য বোর্ডের অংশগ্রহণ ছাড়াই ঢাকার বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা অকার্যকর হিসেবে গণ্য হতে পারে। তবে এসিসির বার্ষিক সভার ভেন্যু নিয়ে আপত্তি উঠলেও সভা ঢাকায় আয়োজন করা নিয়ে বদ্ধ পরিকর সংস্থাটির সভাপতি মহসিন নাকভী।

  • ভারতের সাথে এসিসির সভা বর্জন করেছে শ্রীলঙ্কা-আফগানিস্তান