জনপ্রিয়

বাগেরহাটের মোংলায় চকলেট দেয়ার কথা বলে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১ জন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 1 month ago

বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় ৮ (আট) বছর বয়সী ১ (এক) শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খুলনার মোঃ আলী মোল্লা (৩৬) নামের স্থানীয় ১(এক) দিনমজুরকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আলী মোল্লা (৩৬) খুলনা সদরের মৃত মো.মাজেদ মোল্লার ছেলে। সে কাজের তাগীদে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় বসবাস করে।

তবে আটককৃত মো.আলী মোল্লা (৩৬) স্থানীয়দের কাছে তার বাড়ি খুলনা সদরের বলে জানায়। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে সে খুলনা ও যশোরের যে ঠিকানা বলেছে, সেখানে তার কোন বাড়িঘর পাওয়া যায়নি। পুলিশ বলছে, মো.আলী মোল্লা ভবঘুরে। বেশ কিছু দিন ধরে সে মোংলা শহরে আছে।

বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় মোংলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস মোড়ের বালুর মাঠ এলাকায় এ ধর্ষণ চেষ্টা ঘটনা ঘটে। ঘটনায় খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ।

স্থানীয়রা জানান,শিশুটিকে চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে দুপুরে ভুক্তভোগী শিশুটিকে মোংলা পোর্ট প্রাইমারি স্কুলের পার্শ্ববর্তী পুকুর পাড়ে কৌশলে ডেকে নেয় অভিযুক্ত ব্যক্তি। এরপর সুযোগ বুঝে শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা চালানো হয়। কিন্তু শিশুটির ডাক চিৎকারে স্থানীয়রা অভিযুক্ত মো. আলী মোল্লা কে ধরে ফেলে। এতে ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। এতে স্থানীয়দের মাঝে তৈরি হয় উত্তেজনা। অভিযুক্তকে গণধোলাই দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

এ বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান জানান, ধর্ষণচেষ্টাকারী মো.আলী মোল্লা পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।