জনপ্রিয়

পেকুয়ায় চাদা না পেয়ে দেশি অস্ত্র নিয়ে হামলার অভিযোগ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 6 days ago

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের জালিকাটা ৮ নং ওয়াড়ে, হাসিনা আক্তারের পরিবার বাড়ি নির্মান করার জন্য কাজ শুরু করলে রুবেল ২২ এনাম ৩৫ উভয় পিতা : ইউছুফ কামাল সাং:জালিয়াকাটা ৮নং ওয়াড় বারবাকিয়া পেকুয়া কক্সবাজার। হাসিনা আক্তার পিতা:হোসেন আলী স্বামী :আবুল শরীর এর পরিবারের নিকট ২লাখ টাকা চাঁদা দাবি করে, ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে রুবেল ও এনাম হাসিনা আক্তারের পরিবারের উপর হামলা করে পরবর্তীতে হামলার বিষয় নিয়ে চকরিয়া কোর্টে একটি সিআর মামলা করে মামলা করার পর থেকে বিভিন্ন সময় হুমকি-ধমকি ও দেশীয় অস্ত্র দিয়ে ভয় বিতি প্রদর্শন করে আসছে এমতাবস্থায় হাসিনা আক্তার এর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছে এই বিষয়ে থেকো উপজেলা প্রশাসনের কামনায় করে হাসিনা আক্তার বলেন,যেকোনো সময় আমাদের পরিবারের উপর হামলা হতে পারে।

  • পেকুয়ায় চাদা না পেয়ে দেশি অস্ত্র নিয়ে হামলার অভিযোগ