নরসিংদীতে সাংবাদিকের সপরিবারের হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 hours ago

জেলা প্রতিনিধি নরসিংদী

নরসিংদীতে সাংবাদিক ও পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৯ জুলাই ২০২৫ ইং শনিবার সকালে নরসিংদীর প্রেস ক্লাবের সামনে জেলার সর্বস্তরের সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁরা লেখনির মাধ্যমে সমাজের দুর্নীতি ও অনিয়ম তুলে ধরেন। এ কারণে সাংবাদিকতা করিতে গিয়ে দুর্নীতিবাজ ক্ষমতাবানদের চক্ষুশূলে পরিণত হতে হয়। আকরাম হোসেন একজন সাহসী সাংবাদিক। তিনি দেশ টিভির মাধ্যমে নরসিংদীর দুর্নীতিবাজ রাঘব বোয়ালদের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেছেন। এ কারণে অনেকে তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন। এর ফলস্বরূপ তাঁর ও তাঁর পরিবারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো সময় তিনি অল্পের জন্য রক্ষা পান।বক্তারা আরও বলেন, এই ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুজনকে গ্রেপ্তার করা হলেও তাঁরা জামিনে মুক্তি পেয়েছেন। পুলিশ এখনো ঘটনার মূল হোতাকে চিহ্নিত করতে পারেনি,যার কারণে আকরাম হোসেন এখনো হুমকির মুখে রয়েছেন। তাঁরা অবিলম্বে মূল হোতাকে আইনের আওতায় আনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক শাহাদাৎ হোসেন রাজু, তৌকির আহমেদ, ফাহিমা খানম, আশিকুর রহমান,মোস্তাক আহমেদ, শরিফ ইকবাল রাসেল খায়রুল ইসলাম, তৌহিদুর রহমান মিঠু, হৃদয় খান, এনামুল হক রানা, সুজন চন্দ্র বর্মণ, আমিনুর রহমান সাদি প্রমুখ বক্তব্য দেন। উল্লেখ্য, গত ৯ মে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাসান সিএনজি ফিলিং স্টেশনে দুর্বৃত্তরা সাংবাদিক আকরাম হোসেন ও তাঁর পরিবারের ওপর হামলা চালায়। হামলায় তিনি ও তার সপরিবারে অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এ সময় হামলাকারীরা প্রাণনাশের হুমকি দেয়।

  • নরসিংদীতে সাংবাদিকের সপরিবারের হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন