জনপ্রিয়

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গিতে গৃহবধুর আত্মহত্যা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 weeks ago

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের গণেশ পাড়া গ্রামে বিনতা রাণী (২৬) নামে এক গৃহবধু আত্নহত্যা করেছে। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়ন গণেশ পাড়া গ্রামের সবুজ পাল এর স্ত্রী। শুক্রবার (২১ মার্চ ) সকালে উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের গণেশ পাড়া গ্রামের বিনতা রাণী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বাবা, ভাই আত্মীয়-স্বজন ও প্রতিবেশী জানায়, বিনতা রাণী দেবরের সাথে পরকিয়ার থাকায় বিনতা রাণীর পেটে ২ মাসের অন্তঃসত্ত্বা হয় । বিষয়টি জানাজানি হলে পারিবারিক ভাবে একাধিক বার বাসা হয় মিমাংসার জন্য কিন্তু দেবর অসিকার করার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক ভাবে নিহতের দেবর সুমন পাল (২৩ )ও নিহতের শাশুড়ি মা বাসন্তী রাণী (৪৫)আটক করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জানান, নিহত বিনন্তা রাণী আমার ওয়ার্ডের একজন বাসিন্দা। আমার জানামতে পারিবারিকভাবে তেমন কোন সমস্যা ছিল কি না আমি জানি না। তবে আজকে আসে শুনলাম যে দেবরের সাথে পরকিয়ার জরিয়ে পরে বিনন্তা রাণী। আমার ধারনা দেবর পরকিয়ার বিষয়টি মেনে না নেওয়ায় কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

এবিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ শ‌ওকত বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে এবং প্রাথমিক ভাবে দেবর সুমন পাল ও শাশুড়ি মা বাসন্তী রাণীকে আটক করা হয়েছে।

  • ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গিতে গৃহবধুর আত্মহত্যা