জনপ্রিয়

জামালপুর ইসলামপুরে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 4 weeks ago

ক্রাইম রিপোর্টার

জামালপুর ইসলামপুরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফরিদ উদ্দিন অরফে টাকি মন্ডল (৫৫)নামে এক ব্যক্তিকে আটক করেছে ইসলামপুর থানার পুলিশ।

শুক্রবার(২১মার্চ) ইসলামপুর উপজেলার ১০নং গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর ডাকপাড়া গ্রাম থেকে পুলিশ ধর্ষক ফরিদ উদ্দিন অরফে টাকি মন্ডলকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা যায়,ইসলামপুর উপজেলার ১০ নং গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর দক্ষিণপাড়া গ্রামে ইলিয়াসের মেয়ে রেশমি আক্তার মিম(৯) মরিচ ক্ষেতে মরিচ তোলার জন্য বস্তা নিয়ে যাওয়ার সময় বিবাদীর বসত বাড়ীর দক্ষিণ পাশে ফরহাদের কলা বাগানের নিকট কাচা রাস্তায় যাওয়া মাত্রই আগে থেকে উৎপেতে থাকা ফরিদ উদ্দিন অরফে টাকি মণ্ডল জোর করে শিশুকে ঝাপটাইয়া ধরিয়া মাটিতে ফেলিয়া জোরপুর্বক ভাবে কলা গাছের আড়ালে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে,ধর্ষক ফরিদ উদ্দিন অরফে টাকি মণ্ডল পালিয়ে যায়।

পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,’নয় বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে ফরিদ উদ্দিন অরফে টাকি মণ্ডলকে আটক করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান।