গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হা’মলার প্রতি’বাদে ছাত্র অধিকার পরিষদের ম’শাল মি’ছিল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

মোঃ রিয়াদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

নুরের উপর বিএনপি কর্তৃক হামলা ও অবরুদ্ধ করার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর। শুক্রবার সন্ধ্যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই মশাল মিছিল করা হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সভাপতি শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু বলেন, ২৪ পর্বতী বাংলায় সাবেক ডাকসু ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরের নিরাপত্তাই যখন এই অন্তবর্তীকালীন সরকার দিতে ব্যার্থ তাহলে আমি আপনি সাধারণ জনগণ নিরাপত্তা পাবো কোথায় বা চাইবো কোথায়? এই সরকার সংস্কারের মুলা জুলানো কার্যক্রম করছে। এই উপদেষ্টা পরিষদ এ সংস্কার দরকার আগে।

তিনি বলেন,১৬ বছরে ফ্যাসিস্টদের এই বাংলার বুক থেকে বিতাড়িত করেছি। আর তোমরা কোথাকার কোন কুতুব এসে গেছো এক ফ্যাসিস্ট তারিয়েছি লড়াই সংগ্রাম করে যদি নব্য ফ্যাসিস্ট জন্ম নিতে চায় কেউ তাদের ও বাংলার বুক থেকে বিতাড়িত করতে সময় নিবো না।

তিনি আরও বলেন,বিএনপির হাইসেল কে বলতে চাই এই হামলার দায় স্বীকার করে হাসান’কে দল কে স্থায়ীভাবে বহিষ্কার ও প্রকাশ্যে জাতির সামনে দুঃখ প্রকাশ করে হবে। নয়তো তাদের পরিণতি ভালো হবে না। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া,ঢাকা জেলা উত্তরের সভাপতি শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু, সাংগঠনিক সম্পাদক নাফিউর রহমান শান্ত, দপ্তর সম্পাদক নোমান, আশুলিয়া থানার সভাপতি ইকরাম চৌধুরী সহ আরও অনেকে।

  • গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হা’মলার প্রতি’বাদে ছাত্র অধিকার পরিষদের ম’শাল মি’ছিল