জনপ্রিয়

ঈদ আনন্দ উপভোগ করতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের ভীড়

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 week ago

চট্টগ্রাম প্রতিনিধি

কর্ণফুলী টানেল কে ঘিরে বিনোদন স্থান পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটন কেন্দ্র। শিশু বিনোদন ও পরিবার নিয়ে ঘুরতে আসার হাজার হাজার ভ্রমণ পিপাসুদের ভীড়ে সৌন্দর্যে মেতেছে সমুদ্রের ধার। যদিও ঈদের প্রথম দিকে ডিলা ঢালা থাকলেও। আজ ঈদের ২য় দিনে দুপুরে পর ওরিবার পরিজন নিয়ে বর্তমান কর্ণফুলী টানেল ও সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের আনাগোনা বাড়ছে এবং কিছু ক্ষেত্রে দীর্ঘ যানযট থাকলে ট্রাফিক বিভাগের নজরদারি ছিলো বালো দূর্ঘটনা এড়াতে ও জনমাল নিরাপত্তার জন্য রয়েছে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা। কিছু কিছু সময়ে দেখা যায়। ভ্রমণকারী কেউ ব্যস্ত সেলফিতে আবার কেউ ব্যস্ত সমুদ্রের উত্তাল ঢেউ খেলানো পানি গোসল করতে। সেখানে ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে নাগরিক সেবা বক্স। কিনা কেটা করার জন্য রয়েছে দোকানিদের আকর্ষণীয় করার মত বিভিন্ন আচার দোকান, খেলনা, তৈজস্যপত্র, শিশু বিনোদনের নাগর দোলা, ড্রাগন রেল, নৌকা দোলনা, ঘোড়ার গাড়ি, সার্কেস, সামুদ্রিক গতি বোট সহ কেউ কেউ ব্যস্ত পরিবারের সাথে চায়ের কাপে মেতে উঠা সময়, যাতায়াতের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে পর্যটক বাস। এবার ঈদের খুশিতে পরিবারের সাথে ঈদ করতে পেরে সকলে আনন্দ প্রকাশ করছে। ভ্রমণের ঘুরতে আসা পর্যটকরা জানান আমরা আমার বাবুূদের নিয়ে ঘুরতে আসা মানে বিনোদনে মেধা বিকাশ ঘটায়।তাই বাচ্চাদের সাথে সমুদ্র সৈকতে পাড়ে ঘুরতে আসা।

  • ঈদ আনন্দ উপভোগ করতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের ভীড়