সেপ্টেমবরে নেপালে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 4 hours ago

আকাশ দাশ সৈকত
আসন্ন ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ । গতকাল সোমবার বাংলাদেশের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার দিনক্ষণের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছিল অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।

এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে ইউরোপের সাতটি দেশকে খেলার প্রস্তাব দিয়েছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আবার বাংলাদেশ দলকে প্রীতি ম্যাচ খেলার জন্য প্রস্তাব দিয়েছিলো শ্রীলঙ্কা । তবে হচ্ছে না তার কোনটা, আগামী ফিফা উইন্ডোতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পছন্দের তালিকার শীর্ষে নেপাল। দুইটি প্রীতি খেলতে তাই আসন্ন সেপ্টেম্বরে নেপাল যাচ্ছে হামজা-সোমরা। আজ বাংলাদেশের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার দিনক্ষণের কথা আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর। বাংলাদেশ ও নেপাল দুই দেশই এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে ম্যাচ দুটি খেলবে। এই মুহূর্তে ফিফা র‌্যাঙ্কিংয়ে নেপাল ১৭৫ নম্বরে আছে আর বাংলাদেশ ১৮৩ নম্বরে। এখন পর্যন্ত নেপালের সঙ্গে ২৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১৪ জয়ের বিপরীতে বাংলাদেশের হার ৯টিতে, পাঁচটি ম্যাচ হয়েছে ড্র।

এইদিকে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের পরিবর্তী ম্যাচ অক্টোবরে। ৯ তারিখ হংকংকে আতিথেয়তা দিবে হামজা-সোমরা। এরপর ১৪ অক্টোবর ফিরতি লেগ খেলতে হংকং যাবে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। প্রথম দুই ম্যাচে একটি ড্র আর হারে পয়েন্ট তালিকার তিনে আছে বাংলাদেশ ।