জনপ্রিয়

ভালুকায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০মে) ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই কর্মকশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলিনূর খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহের ব্র‍্যাক জেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। কর্মশালায় ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ময়মনসিংহ এমআরএসসির সাইকোসোশ্যাল কাউন্সিলর শেখ হাবিবা আমজাদ, ভালুকা উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার রফিকুল ইসলাম সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম, পুরোহিত, বিদেশফেরত অভিবাসীসহ নানান শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনূর খান বলেন, ব্র‍্যাক যে বিদেশ ফেরত অভিবাসী নিয়ে কাজ করছে তা আসলেই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চাই বরাবরের মত ব্র‍্যাক তাদের কাজের স্বচ্ছতা বজায় রাখবে। তিনি আরও বলেন, সমাজে নিরাপদ অভিবাসন নিয়ে কাজ করার অনেক জায়গা রয়েছে। একই সাথে বিদেশফেরত অভিবাসীদেরকে বিশেষকরে নারী অভিবাসীদেরকে সমাজ এখনো সুন্দরভাবে গ্রহণ করতে পারে না। এইসকল ক্ষতিগ্রস্ত বিদেশফেরতদের জন্য অনেক কাজ করার সুযোগ রয়েছে। এমন অবস্থায় ব্র্যাকের যে সেবা গুলো রয়েছে তা পেলে একজন মানুষ ঘুরে দাঁড়াতে পারবে বলে তিনি আশা করেন। ময়মনসিংহের ব্র‍্যাক জেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে। এই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যাদের অবদান অস্বীকার্য, তাদের মধ্যে অন্যতম হলো আমাদের প্রবাসী ভাই ও বোনেরা। তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অন্যতম চালিকাশক্তি। বিদেশফেরত অভিবাসীদের জন্যই ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্প কাজ করে আসছে। এই প্রকল্প যাতে ভালুকা উপজেলায় সফলভাবে কাজ করতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

  • ভালুকায় "নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত