আকাশ দাশ সৈকত
নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের বড় ব্যবধানে হেরে আসন্ন আসরের সেমিফাইনালের আগে বিদায় নিলো বাংলাদেশ।
আজ রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ সূচনা পায় বাংলাদেশ । তবে ব্যক্তিগত ২৪ রানের মাথায় কিউই স্পিনার ব্রেসওয়ালের বলে তানজিদ তামিম ফিরলে ভাঙে টাইগারদের ৪৫ রানের উদ্বোধনী জুটি। তামিমের বিদায়ে তিনে ব্যাট করতে নেমে শুরুতে নড়েবড়ে খেলা মেহেদী হাসান মিরাজ ফিরেন ও’রকির বলে স্যান্টারের দুর্বল ক্যাচ হয়ে। গত ম্যাচে শতক হাঁকানো তৌহিদ হৃদয় আজ ছিলেন পুরোপুরি ব্যর্থ । কেন উইলিয়ামসনের দুর্দান্ত ক্যাচ হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে মাত্র ৭ রান । ব্যাট হাতে গত ম্যাচের মতো আজ ও ব্যর্থ অভিজ্ঞ মুশফিকুর রহিম। কিউই স্পিনার ব্রেসওয়ালের তৃতীয় শিকার হওয়ার আগে সীমানায় ক্যাচ দিয়ে ফিরেন ২ রান করে।
মুশফিকের দেখানো পথে হেঁটেছেন আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ । চোটের কারণে প্রথম ম্যাচে দলের বাইরে থাকা এই অলরাউন্ডার ব্রেসওয়ালের চতুর্থ শিকার হয়ে ফিরেন মাত্র ৪ রান করে। অনেক্ষণ একপ্রান্ত ধরে রেখে খেলতে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ফিফটি করে । ১১০ বলে ৯ চারে নিজের ইনিংসটি শান্ত সাজিয়েছিলেন ৭৭ রানে। শান্তর বিদায়ে জাকের আলিকে নিয়ে বাংলাদেশ দলের ইনিংসের ভীত গড়তে চাইছিলেন তরুণ রিশাদ হোসেন । তবে ২৬ রানের মাথায় তাকে ফিরিয়ে বড় হওয়ার আগেই সেই জুটি ভাঙেন ম্যাট হেনরি। শেষদিকে যোগ্য সঙ্গীর অভাবে ৪৫ রান করে আউটের শিকার হয়ে ফিরেন জাকের। নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ দলের ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রানে। নিউজিল্যান্ডের হয়ে ব্রেসওয়াল নেন ৪টি উইকেট । দুইটি উইকেট নেন উইলিয়াম ও’রকি । একটি করে উইকেট শিকার করেন স্যান্টনার এবং জেমিশন।
জবাব দিতে নেমে বাংলাদেশ দলের দুই পেসারের গতিতে মাত্র ১৫ রানের মাথায় উইল ইয়ং এবং কেন উইলিয়ামসনকে হারায় নিউজিল্যান্ড। তাসকিনের প্রথম ওভারেই কোন রান না করে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান উইল ইয়ং । অন্যদিকে তরুণ পেসার নাইদ রানার বলে মুশফিকুর রহিমের তালুবন্ধি হয়ে ফিরেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন। শুরুর ধাক্কা সামলে চারে ব্যাট করতে নামা রাচিন রবীন্দ্রকে সঙ্গী করে কিউইদের হয়ে এইদিন ইনিংস মেরামত করতে চাইছিলেন অন্য ওপেনার ডেভন কনওয়ে তবে ব্যক্তিগত ৩০ রানের মাথায় কনওয়েকে সরাসরি বোল্ডকে ৫৭ রানের সেই জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। তবে মোস্তাফিজ ব্রেক থ্রো এনে দিলেও পাঁচে ব্যাট করতে নামা টম ল্যাথামকে সঙ্গী করে কিউইদের জয়ের কাছে নিয়ে যান রাচিন রাবীন্দ্র। তাদের দুইজনের গড়া চতুর্থ উইকেটের ১২৯ রানের জুটি ভাঙেন রিশাদ হোসেন । ১২ চার আর ১ ছয়ে ব্যাক্তিগত ১১২ রানে রবীন্দ্র ফিরলে ভাঙে সেই জুটি । সঙ্গীকে হারিয়ে ফিফটি করে ফিরেন টম ল্যাথামও। মাহমুদউল্লাহ রিয়াদের সরাসরি থ্রোতে রান আউট হওয়ার আগেই তার ব্যাট থেকে আসে ৫৫ রান।
এই দুই ব্যাটার ফিরলেও ব্রেসওয়ালকে নিয়ে বাকি কাজটুকু শেষ করেন গ্লেন ফিলিপ্স । ২৩ বল আর ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে সেমিফাইনাল নিশ্চিত করে মিচেল স্যান্টনারের দল। তাইতো নিউজিল্যান্ডের জয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো টুর্নামেন্টের আয়োজক দল পাকিস্তান ।