জনপ্রিয়

দেশবাসীর কল্যাণ ও মঙ্গল কামনায় নেত্রকোনা দুর্গাপুরে পৌর বিএনপির ইফতার মাহফিল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 1 month ago

দুর্গাপুর উপজেলা প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুরে পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশবাসীর কল্যাণ ও মঙ্গল কামনা করা হয়। এই আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়েছে।

দুর্গাপুর পৌর বিএনপির ৩ ও ৪ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শনিবার এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

এই আয়োজনে দেশবাসী এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত করা হয়।

দুর্গাপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ বলেন,পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। এই মাসে ধর্মীয় বন্ধন আরো মজবুত হয়৷ গরীব,অসহায় মানুষকে নিয়ে ইফতার করতে পেরে আমরা আনন্দিত। এই ইফতার ও দোয়া মাহফিলে দেশবাসী সকলের মঙ্গল কামনা করা হয়েছে। এই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ,সদস্য সচিব হারেজ গণি, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার,পৌর।