দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় একটি মাইক্রোবাস ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।থানা সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই (বুধবার) গভীর রাতে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজার সংলগ্ন রামপুর ব্রিজের উত্তরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতদল অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলামের নেতৃত্বে এসআই অলী উদ্দিনসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু ডাকাত পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৮ জন ডাকাত ও একটি মাইক্রোবাস (TOYOTA NOAH, রেজিঃ DHAKA METRO-CHA-11-5013) সহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ডাকাতদের নাম ও পরিচয়:১. জলিল মিয়া (৩৪), নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া২. শাহ আলম (২৬), মাধবপুর, হবিগঞ্জ৩. মনির মিয়া (২১), নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া৪. বিধান সরকার (২১), নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া৫. লাল বাদশা ওরফে জামাল (৩২), নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া৬. মো. গাজীউর রহমান (৩৫), নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া৭. আবুল কাশেম (২৬), নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া৮. ফয়েজ মিয়া (২২), মাধবপুর, হবিগঞ্জপুলিশি অভিযানে উদ্ধারকৃত আলামত: একটি ব্যাগে থাকা দুটি ধারালো ছুরি, একটি দা ও একটি শেভিং খোর,দুটি লোহার ও এসএস পাইপ (প্রায় ২৯-৩৫ ইঞ্চি দৈর্ঘ্য) TOYOTA মাইক্রোবাস (উভয় পাশে NOAH লেখা রয়েছে)পুলিশ জানিয়েছে, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দকৃত আলামত তালিকাভুক্ত করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম জানান, “এ ঘটনায় পলাতক ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতে এলাকায় টহল জোরদার করা হয়েছে।”ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ ৮ ডাকাত আটক, দেশীয় অস্ত্র উদ্ধারসংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় একটি মাইক্রোবাস ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।থানা সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই (বুধবার) গভীর রাতে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজার সংলগ্ন রামপুর ব্রিজের উত্তরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতদল অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলামের নেতৃত্বে এসআই অলী উদ্দিনসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু ডাকাত পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৮ জন ডাকাত ও একটি মাইক্রোবাস (TOYOTA NOAH, রেজিঃ DHAKA METRO-CHA-11-5013) সহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ডাকাতদের নাম ও পরিচয়:১. জলিল মিয়া (৩৪), নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া২. শাহ আলম (২৬), মাধবপুর, হবিগঞ্জ৩. মনির মিয়া (২১), নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া৪. বিধান সরকার (২১), নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া৫. লাল বাদশা ওরফে জামাল (৩২), নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া৬. মো. গাজীউর রহমান (৩৫), নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া৭. আবুল কাশেম (২৬), নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া৮. ফয়েজ মিয়া (২২), মাধবপুর, হবিগঞ্জপুলিশি অভিযানে উদ্ধারকৃত আলামত: একটি ব্যাগে থাকা দুটি ধারালো ছুরি, একটি দা ও একটি শেভিং খোর,দুটি লোহার ও এসএস পাইপ (প্রায় ২৯-৩৫ ইঞ্চি দৈর্ঘ্য) TOYOTA মাইক্রোবাস (উভয় পাশে NOAH লেখা রয়েছে)পুলিশ জানিয়েছে, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দকৃত আলামত তালিকাভুক্ত করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম জানান, “এ ঘটনায় পলাতক ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতে এলাকায় টহল জোরদার করা হয়েছে।”