জনপ্রিয়

জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক পেয়েছে মোঃ মহব্বত হোসেন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

জন্ম -মৃত্যু নিবন্ধন আনবে দেশের সুশাসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে, জাতীয় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন উদযাপনে আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অবদান রাখায় পুরস্কার বিতরণ করা হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান স্থানীয় সরকারের কাছ থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেছে। জেলা প্রশাসন সিরাজগঞ্জ এর আয়োজনে সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে, উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। সেই সাথে জন্ম-মূত্য নিবন্ধন দিবস ২০২৪ সিরাজগঞ্জ জেলা পর্যায়ে ৮৩ টি ইউনিয়ন মধ্যে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার শ্রেষ্ঠ ইউপি প্রশাসনিক কর্মকর্তা নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক পেয়েছে মোহাম্মদ মোহাব্বত হোসেন এবং সেই সাথে জন্ম-মৃত্যু নিবন্ধনে ৬ নং তাড়াশ সদর ইউনিয়ন দ্বিতীয় স্থান অধিকার করায় মাননীয় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর কাছে থেকে পুরস্কার গ্রহণ করেন। মহব্বত হোসেন আরো জানান, শ্রেষ্ঠ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নির্বাচিত হওয়ার জন্য ডিডি এলজি স্যার ইউএন ও স্যার এবং সহযোগিতায় তরুণ চন্দ্র মাহাতো, ইউপি সদস্য বিন্দু মামুন ভাই ও গ্রাম পুলিশ বিন্দুকে অভিনন্দন জানান এবং সবার কাছে দোয়া চান সে বাকি কর্মজীবন যেন নিষ্ঠার সাথে আরও উন্নতি করতে পারে।