জনপ্রিয়

গোপালগঞ্জ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 16 hours ago

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় টেকেরহাট-হরিদাশপুর-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গোপালগঞ্জ সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনের সহায়তায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।গতকাল বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাসের নেতৃত্বে দিনব্যাপী চলে এই অভিযান। এসময় রাস্তার উভয় পাশের অন্তত ৩০টি অবৈধ স্থাপনা ভেঙ্গে উচ্ছেদ করা হয়।উচ্ছেদ অভিযান চলাকালে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, উপ-বিভাগীয় প্রকৌশলী সুব্রত বিশ্বাসসহ পাউবো ও সড়ক বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এই সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণের কাজ চললেও দীর্ঘদিন অবৈধ দখলদারদের কারণে কাজ প্রায় বন্ধ হয়ে ছিল। অবৈধ দখল মুক্ত করার পর শহরের পাঁচুড়িয়া এলাকার মহাসড়কের কাজটি গতি পাবে এবং জনগণের ভোগান্তি কমবে।