জনপ্রিয়

কেন্দ্রীয় নির্দেশনায় ইবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

ইবি প্রতিনিধি: তীব্র গরম থেকে বাঁচতে কেন্দ্রীয় নির্দেশনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১০০ বৃক্ষরোপণ করেছে শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১২টায় সংগঠনটির দলীয় টেন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত। সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সহ-সভাপতি মুন্সী কামরুল হাসান অনিক, নাইমুর রহমান জয় ও যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার। এ ছাড়া সংগঠনের অর্ধশত নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। জানা যায়, তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে দেশব্যাপী সারা বছর ১ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এরই অংশ হিসেবে আগামী ৭ দিনে ক্যাম্পাসে ৫০০ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেয় শাখা ছাত্রলীগ। এ ছাড়া নিজস্ব উদ্যোগে আগামী ৬ মাসে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ২ হাজার বৃক্ষরোপণের কথা জানায় সংগঠনটি। শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন,‘ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এরই অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে শাখা ছাত্রলীগ। ছাত্রলীগের এই ধরনের পরিবেশবান্ধ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তামিম আশরাফ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
মোবাইল: ০১৯০২-৯২২০৪৯

  • কেন্দ্রীয় নির্দেশনায় ইবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি