জনপ্রিয়

কেএমপি’র দৌলতপুর থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ৯৪০ (নয়শত চল্লিশ) টাকাসহ ০৫ (পাঁচ) জন জুয়াড়ি গ্রেফতার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

চন্দন কর্মকার, খুলনা প্রতিনিধি

গত ১৫ মার্চ ২০২৪ খ্রিঃ দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক সন্ধ্যা ১৯:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন বাংলার মোড়স্থ জনৈক ব্যক্তির বসত ঘরের মধ্যে হতে জুয়াড়ি ১) মোঃ মুরাদ হোসেন@সাদ্দাম (৩২), পিতা-মোঃ কাউছার, সাং-দক্ষিণ পাবলা বাংলার মোড়, থানা-দৌলতপুর; ২) মোঃ দবির হোসেন শেখ (৫১), পিতা-মৃত: নোয়াব আলী শেখ, সাং-দক্ষিণ পাবলা, থানা-দৌলতপুর; ৩) মোঃ আনিচ মোল্লা (২৬), পিতা-মৃত: খোরশেদ মোল্লা, সাং-নতুন রাস্তার মোড়, থানা-দৌলতপুর; ৪) মোঃ বারেক ব্যাপারী (৬০), পিতা-মৃত: ফেরদাউস ব্যাপারী, সাং-দক্ষিণ কাশিপুর, থানা-দৌলতপুর এবং ৫) মোঃ জয়নাল শেখ (৬০), পিতা-মৃত: সাইদুর রহমান, সাং-দক্ষিণ কাশিপুর, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে জুয়া খেলার সরঞ্জাম ০১ (এক) সেট তাস এবং নগদ ৯৪০/- (নয়শত চল্লিশ) টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • কেএমপি’র দৌলতপুর থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ৯৪০ (নয়শত চল্লিশ) টাকাসহ ০৫ (পাঁচ) জন জুয়াড়ি গ্রেফতারঃ