কুড়িগ্রামে নানা আয়োজনে ভুমি মেলা অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 12 hours ago

কুড়িগ্রাম প্রতিনিধি

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে ।রোববার (২৫ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।পরে জেলা প্রশাসক হলরুমে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ভূমি মেলা ২০২৫ উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এসময় বক্তব্য দেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতে সেক্রেটারী মাও. নিজাম উদ্দীন প্রমুখ।আলোচনা সভা শেষে সদর ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ভূমি আড্ডা ও সুবিধা ভোগীদের জন্য গণশুনানী কাচারি ঘর উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ভুমি সেবা পেতে আপনারা ১৬১২২ নাম্বারে কল দিয়ে সবকিছু জেনে অনলাইনে নিজেই আবেদন করতে পারবেন। অফিসে কেউ কোন প্রকার টাকা চাইলে এসিল্যান্ডকে অথবা সরাসরি আমাকে জানাবেন। এবং যে টাকা দিবেন তার রিসিট গ্রহণ করবেন। এছাড়া অফিসে এসে কোন দালাল না ধরে নিজে সরাসরি কর্মকর্তা বা কর্মচারীদের সাথে কথা বলবেন। আপনারা যদি দালাল না ধরেন তাহলে এমনিতেই দালালরা অফিস আসা বন্ধ হয়ে যাবে।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রাশসক( রাজস্ব),উপ-পরিচালক, স্থানীয় সরকার মো.আসাদুজ্জামান, সদর উপজেলা সাঈদা পারভীন, উপকারভোগী জমির মালিকরা।এই ভূমি সেবা মেলাটি চলবে ২৫মে থেকে ২৭ মে পর্যন্ত।