জনপ্রিয়

আট ঘন্টা প্রচেষ্টার পর নৌবাহিনীর সদস্য আবুল হাসানের দেহ উদ্ধার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজঃ পরশুরাম উপজেলার আবুল খায়েরের ছেলে আবুল হাসান। অদ্য ২০শে এপ্রিল শনিবার দুপুর দুটোই বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে আর ফিরে আসা হয় নি তার। উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর শালধর গ্রামের ছেলে। তাঁকে উদ্ধার জন্য ফায়ার সার্ভিস আসে, ফায়ার সার্ভিস ব্যার্থ হওয়ার পরে চট্টগ্রাম থেকে ডুবুরি আনা হয়। প্রায় আট ঘন্টা পরে মৃত্যু দেহ উদ্ধার করা হয়েছে। সময়সীমা আনুমানিক রাত ৯টা। সূত্রে জানা যায় আবুল হাসান চট্টগ্রাম নৌঘাঁটিতে সনৈক পদে কর্মরত। ছুটিতে বেড়াতে গ্রামে এসেছে। বয়স তেমন হয় নি। তার এই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে মা-বাবা।

  • আটঘন্টা পর নৌবাহিনীর সদস্য আবুল হাসানের দেহ উদ্ধার