তৌহিদুর রহমান, শেরপুর প্রতিনিধি
শেরপুরে ২২ মার্চ রোজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের মুল গেইটে উদ্বোধন হলো সর্ম্পূণ লাভ বিহীন ক্রয় মুল্যে ফল বিক্রয় কার্যক্রম। জেলা প্রশাসকের তত্বাবধানে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত সৈনিক বাংলাদেশ ও বয়েজ অব আই ডি টি আয়োজনে রমজান মাস ব্যাপী এই দোকানের কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।এসময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম আধার সহ আরো অনেকে,রক্ত সৈনিক বাংলাদেশ ও বয়েজ অব আই ডি টি স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যবৃন্দ। জেলা প্রশাসক তার বক্তব্যের মাধ্যমে জানান রমজান মাসে সাধারন মানুষের পুস্টি চাহিদা মেটাতে এবং ইফতারীতে নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে এমন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। যাতে রমজান মাস জুড়ে কিছুটা হলেও বাজারে যে সকল ফল সাধারন মানুষের নাগালের বাইরে সেই সকল ফল পাইকারী বাজার থেকে কিনে কেনা দামেই মানুষের হাতে তুলে দেয়া হবে।এই কার্যক্রম পুড়ো রমজান মাস জুড়েই চলবে বলে জানান ।আয়োজকরা জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের মুল গেইটে প্রতিদিন বিভিন্ন ফল যেমন, তরমুজ, বেল, আপেল, আঙ্গুর, পেয়ারা, মাল্টা, খেজুর সহ নানা দেশী বিদেশী ফল ভোক্তাদের হাতে বিনা লাভে তুলে দেবার কার্যক্রম চলবে।