জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত-১ ও আহত- ৩

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 6 months ago

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়ায় প্রাইভেটকার ও সিএনজি’র সংঘর্ষে হোসাইন নামের ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় ওই শিশুর মা সহ আরও তিনজন আহত হয়েছে বলেও জানা যায় । নিহত শিশু হোসাইন আখাউড়া উপজেলার ছতুরা শরীফ এলাকার রিপন মিয়ার ছেলে।  এ দূর্ঘটনাটি কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর বাজার নামক এলাকায় ঘটে। আহতদের মধ্যে একজন হলেন সদর উপজেলাস্থ ঘাটিয়ারা গ্রামের ফয়সাল মিয়া ও আশুগঞ্জ উপজেলাস্থ তারুয়া গ্রামের জাহিদ মিয়া। তারা উভয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা  নিয়েছেন। এবিষয়ে আখাউড়া উপজেলার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ জানান, উপজেলার তন্তর এলাকায় কুমিল্লা অভিমুখী প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী সিএনজি’র সংঘর্ষ হয়। এতে সিএনজি’তে মায়ের কোলে থাকা এক শিশু মারা যায়। এছাড়া আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে শিশুটির মরদেহ কিংবা তার আহত মা হাসপাতালে আসেনি। তিনি আরও জানান, উক্ত ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার ও সিএনজি’টিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত-১ ও আহত- ৩