জনপ্রিয়

বেলকুচিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 week ago

আল-আমিন হোসেন, স্টাফ রিপোর্টার:

আধুনিকতার স্পর্শ আর সভ্যতার ক্রমবিকাশে আজ হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। যেসব খেলাধুলা মেতে থাকতো ছোটবেলায়। আজকের মধ্যবয়সী থেকে শুরু করে প্রবীণরাও সেসব খেলাধুলা না দেখতে দেখতে ভুলেই গেছেন বহু খেলার নাম।তাই পুরাতন ঐতিহ্য ধরে রাখতে বেলকুচিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ আয়োজন করেছে ক্ষিদ্রমাটিয়ার গ্রামবাসী।

সিরাজগঞ্জ বেলকুচিতে ০১-০৪-২০২৫ ইং রোজ মঙ্গলবার
গ্রামবাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি পৌর বি এন পির সাবেক সাধারণ সম্পাদক ও মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামানিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বি এন পির সাবেক আহবায়ক জনতার মেয়র হাজী আলতাফ হোসেন প্রামানিক ও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি ডাঃ মোঃ মাহমুদুল হাসান শুভ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা সাইফুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, বেলকুচি উপজেলা যুবদল নেতা অহিদুল ইসলাম, কাইয়ুম, শশী, হাফিজুল, রাশেদ, স্বেচ্ছাসেবক নেতা শফিকুল, আলামিন, উজ্জ্বল, সহ বি এন পির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও অনুষ্ঠান উপভোগ করতে আসা সাধারণ জনতা।

  • বেলকুচিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত