মুহাম্মদ এরশাদুল ইসলাম:
বরগুনার বেতাগী উপজেলার বেতাগী গালর্স স্কুল অ্যান্ড কলেজে উদ্যোগে তারুণ্য মেলা উপলক্ষে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (২ ফ্রেরুয়ারি) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব খন্দকার মোহাম্মদ নাজমুল হুদা শামিম। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের গভর্নিং বডির সভাপতি মো: বশির গাজী। বিশেষ অতিথি ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো: গোলাম সারোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সাধারণ সচিব মো. মিজানুর রহমান খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: শাহাদাত হোসেন ও উপজেলা প্রকৌশলী শেখ তৌফিক আজিজ। স্বাগত বক্তব্য রাখেন বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহীন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও সাপ্তাহিক বিষখালী সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মো: মাহবুব আলম সুজন মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সার্জেন্ট (অব.) মনির হোসেন লাভলু, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ কামাল হোসেনসহ আরও অনেকে। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।