জনপ্রিয়

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 52 minutes ago

বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে অটো রিকশার ধাক্কায় রাফি মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রাফি মিয়া ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানী পাড়া গ্রামের আবু হুরাইরার ছেলে। রোববার বিকাল ৩ টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের তালতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় অটো রিকশার ধাক্কায় এঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শিশু রাফি তিন মাস বয়স থেকে ধানুয়া কামালপুরের তালতলা এলাকায় নানা রবিউল ইসলামের বাড়িতে থাকেন। তার বাবা-মা জীবিকার তাগিদে ঢাকা থাকায় নানা ও নানীর আদর যত্নে বড় হচ্ছেন রাফি। দুপুরে বকশীগঞ্জ-ধানুয়া কামালপুর সড়ক পারাপার হওয়ার সময় একটি অটো রিকশা রাফিকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশা চালক রাফিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। পরে অটোরিকশা ফেলেই পালিয়ে যায় ওই চালক। বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, অটো রিকশার ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মোস্তফা গাজী বকশীগঞ্জ, জামালপুর প্রতিনিধি মোবাইল ০১৯১২৬৫১৯০০২৫.০৫.২০২৫ইং