জনপ্রিয়

পোশাক শ্রমিকদের বকেয়া বেতন ও পুর্ণ ঈদ বোনাস পরিশোধ করা দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

মোঃ খালিদ হাসান নিশাদ, স্টাফ রিপোর্টার

পোষাক শ্রমিকদের বকেয়া বেতন, পূর্ণ ঈদ বোনাস, সমস্ত বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধ করার দাবিতে আজ ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় আয়োজনে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের এর গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি শ্রমিক জননেতা কমরেড আহসান হাবিব বুলবুল, তিনি বলেন মজুরি বৃদ্ধি আন্দোলনে ৪ জন শ্রমিক হত্যার বিচার চাই এবং বাংলাদেশের পোশাক শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। যতো দূরত্ব ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দাবি করেন। দ্রব্যের মূল্যের উদ্রগতির দাম কমানোর আরো বলেন গার্মেন্টস শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করে প্রাপ্য পাওনা আত্মসাৎ বন্ধ করে ট্রেড ইউনিয়ন অধিকার সংকোচের সকল চেষ্টা বন্ধ করে শ্রম আইনে শ্রমিক স্বার্থ বিরোধী দ্বারা সমূহ বাতিল করে গার্মেন্টস শ্রমিকদের মজুরি আন্দোলনের চারজন শ্রমিক হত্যার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেন এবং নিহত শ্রমিকদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন। আরো বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড সেলিম মাহমুদ গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি। সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৌমিত্র কুমার দাস, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, আল-আমীন হাওলাদার শ্রাবণ বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সংগ্রামী নেতা কর্মীরা।

  • পোশাক শ্রমিকদের বকেয়া বেতন ও পুর্ণ ঈদ বোনাস পরিশোধ করা দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়