পুকুর পাড়ে খেলতে গিয়ে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 6 hours ago

অভিশেখ চন্দ্র রায়,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো ভাই সিহাব (৯ ) ও সোহান (৮ ) নামের দুই জন পানিতে ডুবে মারা গেছে।

শুক্রবার (৪  জুলাই ) সকালে উপজেলার  ১নং পাড়িয়া ইউনিয়নে ছোট লাহিড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মাদ্রাসা ছাত্র সিহাব হোসেন ও সোহান উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামের দবিরুল ইসলাম ও সফিরুল  ইসলাম এর ছেলে। দুই জনেই লাহিড়ী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, সকালে সিহাব ও সোহান তার দাদির সাথে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গিয়ে বাড়ির পার্শ্বে পুকুরের পাড়ে খেলতে নামে। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান সিয়াম। তাকে বাঁচাতে পুকুরে ঝাপ দেন সোহান আলী। পরে দুজনের লাশ উদ্ধার করা হয়।

পাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য পেরোলি বেগম বলেন, ছেলে দুটিকে পুকুরের পানিতে দেখে চিৎকার চেঁচামেচি করলে আসেপাশের মানুষ জন ছুটে আসে। দীর্ঘক্ষন স্থানীয় লোকজন চেষ্টা করার পর দুই চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করে। পরিবার দুটিতে এখন শোকের ছায়া নেমে এসেছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।