পাঁচবিবিতে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 5 hours ago

আল আমিন, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।বুধবার (৩ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পাঁচবিবি উপজেলা শহরের হাইওয়ে আড্ডায় এনটিভি অনলাইন প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে আলোচনা সভায় এনটিভির দীর্ঘ পথচলা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং আধুনিক সংবাদ পরিবেশনার নানা দিক তুলে ধরা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সাইফুল ইসলাম (ডালিম)।বিশেষ অতিথি ছিলেন পাঁচবিবি থানার ওসি (তদন্ত) ইমায়েদুল ইসলাম জাহিদী।আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি আখতার হোসেন বকুল, সহ-সভাপতি বদরুদ্দোজ্জাহ সবুজ, সাধারণ সম্পাদক আল কারিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী, সদস্য গোলাম মৌলা, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলীসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুধীজন।সবশেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।