দেশের স্বার্থে আসুন ঐক্যবদ্ধ হই-পাবনায় নাহিদ ইসলাম

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 1 hour ago

আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি) :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের স্বার্থে আসুন ঐক্যবদ্ধ হই, দেশের উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে আমরা কোনো আপোষ করব না। জনগনকে সাথে নিয়ে রাজপথে থাকবো যৌক্তিক দাবী আদায় না হওয়া পর্যন্ত।

সোমবার (৭ জুলাই) রাত এগারোটায় পাবনা শহরের ট্রাফিক মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন । পাবনা, নাটোর, সিরাজগঞ্জ এনসিপির পদযাত্রা উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগনকে সাথে নিয়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছিলাম। সেই আন্দোলনে আমরা কারো আপোষ করিনি, ভবিষ্যতেও করব না।”

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি বলেন, আমার ভাই-বোনেরা শহীদ হয়েছেন। তাদের শহীদি মর্যাদা ও সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। এজন্য প্রয়োজন জুলাই সনদ। এই দাবিতে আমরা অনড় অবস্থানে।

তিনি তিনি বলেন, এই পাবনা উত্তর বঙ্গের অন্যতম জেলা, এখানে ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে প্রতিহত করেছিল। সেই দুঃসময় পাবনাবাসী তথা দেশবাসী জানে, আমি পাবনাবাসীকে বলতে চাই দেশের পরিবর্তনে আপনারা যে ভূমিকা নিয়েছিলেন দেশের উন্নয়ন এর মাধ্যমে আপনাদের সেটা বুঝিয়ে দেওয়া হবে। কোন স্বরযন্ত্র কারীকে ছাড় দেওয়া হবেনা। তিনি বলেন স্বৈরাচারীর দোসরদের পাশবিকতার চরম পর্যায়ে আপনার সন্তানের রক্তে রঞ্জিত হয়েছে। সেই রক্ত যেন বৃথা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

উক্ত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসলিমা জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুর মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

উক্ত পথসভা শেষে নেতাকর্মীরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হবেন সেখানে পৌঁছে রাত্রিযাপন শেষে আগামীকাল কুষ্টিয়া সহ অন্যান্য যায়গায় সভা করবেন বলে এনপিপির মিডিয়াসেল এর দায়িত্বশীল সুত্র জানায়।