ইয়াছিন চৌধুরী নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের চাতলপাড় ইউনিয়ন ছাত্রদল নেতা সোহরাব মিয়ার (২৬) হত্যাকাণ্ডের পর গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে। প্রতিশোধের আগুনে পুড়ছে ঘরবাড়ি, চলছে অবাধ লুটপাট। আতঙ্কে শতাধিক পরিবার নারীদের নিয়ে গ্রাম ছেড়েছে। কেউ আশ্রয় নিয়েছে আত্মীয়ের বাড়িতে, কেউ খোলা আকাশের নিচে।
গত শনিবার মোল্লা ও উল্টা গোষ্ঠীর সংঘর্ষে সোহরাব নিহত হন। এরপর শুরু হয় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। চাতলপাড়ের পথঘাট জুড়ে পোড়া টিন, ভাঙা কাচ আর ধ্বংসস্তূপ। বাজারের ছয়টি দোকানসহ অন্তত ৪০টি বাড়ি লুটপাট হয়েছে। প্রায় ২০ কোটি টাকার মালামাল, ১০টি গরু ও এক হাজার মণ ধান লুটের অভিযোগ পাওয়া গেছে।
প্রাণভয়ে কাঠালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীর মধ্যে ৩০০ জনই স্কুলে অনুপস্থিত। একাধিক শিক্ষকও আত্মগোপনে।
নিহতের ভাই মোজাহিদ মিয়া বাদী হয়ে ৬০ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় মামলা করেছেন। অন্যদিকে মোল্লা গোষ্ঠীর নেতা গিয়াস উদ্দিন অভিযোগ করেছেন, তাদের পাঁচটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
চাতলপাড় ফাঁড়ির তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, “জনবল সংকট ও যাতায়াতের অসুবিধায় সেখানে যাওয়া কঠিন।” উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসহাক মিয়া বলেন, শিক্ষার্থীদের নিরাপদে স্কুলে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে।