খরুচে বোলিংয়ে তাসকিনের বিব্রতকর রেকর্ড

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 2 months ago

আকাশ দাশ সৈকত

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১০৭ রানের খরুচে বোলিং করে এক বিব্রতকর রেকর্ড বইয়ে নাম তুললেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ।

কয়দিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কিপটে বোলিং করে টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়েছিলেন তাসকিন। তবে সেই ইতিহাসের হিরো থেকে তিনি এখন হয়ে গেলেন জিরো। আজ ডিপিএলে মোহামেডানের হয়ে বোলিং করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটারদের ব্যাটিং তান্ডবে বিব্রতকর এক রেকর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশি গতি তারকা। নিজের শেষ দুই ওভারে ৪৫ রান দেওয়া তাসকিন এখন লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে।

আজ তাসকিনের ১০৭ রানের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটা ছিল ১০৪। ২০১০ সালে বেনোনিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ১০৪ রান দিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের পেসার শাহাদাত হোসেন। এছাড়া গেল বছর ডিপিএলে আবাহনীর বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান দেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির পেসার ইকবাল হোসেন।