জনপ্রিয়

ঐক্যহীনতা পরাজিত অপশক্তিকে সুযোগ দেয়: কোতোয়ালিতে ডা. ইরান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 2 weeks ago


ইমান আলী, স্টাফ রিপোর্টার

ঢাকা, ২৮ মার্চ: “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তিগুলোর মধ্যে বিভক্তি ও দোষারোপের প্রতিযোগিতা জনগণ প্রত্যাশা করে না”— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল এ দেশের ইতিহাসের টার্নিং পয়েন্ট। এই গণআন্দোলনে আওয়ামী লীগ ও তাদের দোসর ছাড়া সকল দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও মানবতাবাদী শক্তি অংশ নিয়েছে। অথচ বর্তমানে আমরা লক্ষ্য করছি—আন্দোলনের শক্তির মধ্যেই বিভক্তি তৈরি হচ্ছে। এভাবে চলতে থাকলে পরাজিত অপশক্তি আবারও মাথাচাড়া দেবে। জনগণ বিভাজন নয়, দেখতে চায় ইস্পাত কঠিন ঐক্য।”

শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৫টায় রাজধানীর বাতামতলী ফলপট্টি ঘাটে কোতোয়ালি থানা লেবার পার্টির উদ্যোগে পথচারীদের মাঝে আয়োজিত ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. ইরান বলেন, “পবিত্র মাহে রমজানে রাজনৈতিক নেতাদের আরও সংযমী ও দায়িত্বশীল হওয়া উচিত। কারণ, বর্তমান অন্তর্বর্তীকালীন সময় ব্যর্থ হলে পুরো জাতিই ব্যর্থ হবে। আমরা চাই সাম্য, সুবিচার ও মানবিক মর্যাদার রাষ্ট্র। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের চেতনা এক ও অভিন্ন।”

তিনি বলেন, “শোষণমুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ইনসাফভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনে লেবার পার্টি ও ছাত্র মিশনকে আরও শক্তিশালী করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা লেবার পার্টির আহ্বায়ক মোঃ আনিস মোল্লা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ জীবন।

এছাড়াও বক্তব্য রাখেন—

লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই

মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম

যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি মোঃ সুমন ভুঁইয়া

ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক

দফতর সম্পাদক মোঃ মিরাজ খান

ঢাকা মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম

বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন

যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল হাসনাত

মহানগর ছাত্র মিশনের সভাপতি রায়হান উদ্দিন সনি প্রমুখ।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্য ও সাহসিকতা, এবং শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।