উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের ৩নং ওয়ার্ড কমিটির সভাপতি ক্যাপ্টেন আহমেদ বাবু ,সহ_সভাপতি কাউছার পাটোওয়ারী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 9 minutes ago

নিজস্ব প্রতিনিধি : মোঃ কাউছার পাটোওয়ারী

৬ জুলাই এক হৃদয়ছোঁয়া পরিবেশে সফলভাবে গঠিত হয়েছে চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও উঃ ইউনিয়নের উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের (২৫-২৭)সালের জন্য আংশিক ৩ নং ওয়ার্ড শাখা কমিটি গঠন করা হয়েছে সভাপতি ক্যাপ্টেন আহমেদ বাবু, সহসভাপতি সাংবাদিক কাউছার পাটোওয়ারী, সাধারণ সম্পাদক সাকিব বেপারী , সাংগঠনিক সম্পাদক রাকিব মোল্লা , সহসাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্থায়ী কমিটি নেতৃবৃন্দ নব নির্বাচিত কমিটির সদস্য দের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেয়।উদয়ন ছাত্র সমাজকল্যাণ সংঘ ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছেন। সমাজে সাংস্কৃতিক কর্মকান্ডে ব্যাপক অবদান রেখেছে প্রতিষ্ঠা কালিন সময় থেকে বর্তমান পর্যন্ত। দেশের উচ্চ পর্যায়ের শিক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করেছেন উদয়ন প্রয়োজনে সমাজের গরিব অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী প্রদান করেছেন। এভাবে একটি সুন্দর ও উন্নত সমাজ বিনির্মাণ সম্ভব। দেশের তরুণ প্রজন্মের সুদক্ষ নেতৃত্বে এগিয়ে যাক। সমাজের জরাজীর্ণকে উপড়ে ফেলে নতুনত্ব সৃষ্টি করতে হবে। তারুণ্যের শক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আসুক প্রতিটি দেশে। সামাজিক উন্নয়নের ধারা অব্যাহত থাকুক যুগ যুগ ধরে। দেশের উন্নতির লক্ষ্যে প্রতিটি সামাজিক সংগঠন ব্যাপক অবদান রাখুক। তারুণ্যের কর্মে, ধর্মে, ভাবনায়, চিন্তা-চেতনায় আলোকিত হোক প্রতিটি সমাজ ও রাষ্ট্র। পরিমার্জিত ও চৌকস নেতৃত্বের মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা হোক। তরুণ প্রজন্মের মাধ্যমে এগিয়ে যাক দেশ, সমাজ ও রাষ্ট্র। এসো নবীন দলে দলে উদয়নের ছায়াতলে এসো নবীন ভয় নাই উদয়ন ছাত্র ও সমাজ কল্যাণে মাদক নাই।
নব গঠিত ৩ নং ওয়ার্ড সহ _সভাপতি সাংবাদিক কাউছার পাটোওয়ারী বলেন যুব সমাজকে শিক্ষার আলো আলোকিত করা। যুবসমাজের মান উন্নয়নের লক্ষ্যে সচেতন করা এবং ঐক্যবদ্ধ হয়ে সমাজকে শিক্ষার আলো চরিয়ে দেওয়া সমাজের সুখে দুঃখে মানুষের কল্যাণে কাজ করা। সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রসার করা মাধ্যমে রাজার গাঁও ইউনিয়নকে এগিয়ে নেওয়া আমাদের লক্ষ্য।