জনপ্রিয়

২০২৮ সার পর্যন্ত স্পেনের দায়িত্বে ফুয়েন্তে!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

আকাশ দাশ সৈকত

স্পেন জাতীয় দলের সাথে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন লুইস দে লা ফুয়েন্তে। ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপ পর্যন্ত উইলিয়াম-গাভীদের দায়িত্বে থাকবেন তিনি। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় আফ্রিকান দল মরক্কোর বিপক্ষে হেরে স্পেনের বিদায়ের পর দলটির প্রধান কোচের চাকরি হারায় লুইস এনরিকে। বিশ্বকাপের পরপরই এনরিকের স্থলাভিষিক্ত হন দে ফুয়েন্তে। আর ফুয়েন্তের দায়িত্ব নেওয়ার পর থেকে বদলে যেতে শুরু করে স্পেনের ফুটবল । তার অধীনে থেকে একের পর সাফল্যের সাথে ছোট ছোট পাসে বিপক্ষ দলের জন্য ভয়ঙ্কর হয়ে উঠে ইউরোপের দলটি । ২০২২-২৩ মৌসুমে তারা জেতে উয়েফা নেশন্স লিগের শিরোপা আর গত জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোতে হয় অপরাজিত চ্যাম্পিয়ন। এমন বদলে যাওয়ার সাফল্যে ফুয়েন্তের সাথে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও তা বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত নিয়ে যায় স্প্যানিশ ফুটবল।

উল্লেখ্য এর আগে স্পেন অনূর্ধ্ব-২১ দলের দায়িত্বে ছিলেন ফুয়েন্তে। তার কোচিংয়ে ২০২২ টোকিও অলিম্পিকসের ফুটবলে রুপা জিতে স্পেন অনূর্ধ্ব-২৩ দল।

  • ২০২৮ সার পর্যন্ত স্পেনের দায়িত্বে ফুয়েন্তে!