১৮তম বর্ষে পদার্পনে উত্তরণ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 21 hours ago

জেলা প্রতিনিধি (পাবনা):-

পাবনার অন্যতম সাহিত্য,সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরন পাবনা’র ১৭ তম জন্মবার্ষিক ও ১৮ তম বর্ষে পদার্পন উপলক্ষে উত্তরণ সাংস্কৃতিক উৎসব ২০২৫ অনুষ্ঠান ৩ টি পর্বে অনুষ্ঠিত হয়েছে, ২৫ জুলাই শুক্রবার বিকেল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন মঞ্চে।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কবি,গবেষক,প্রাবন্ধিক মজিদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী) বিশেষ অতিথি ছিলেন মোঃ আখতারুজ্জামান আখতার, সভাপতি, পাবনা প্রেসক্লাব, মোঃ মাহবুবুল আলম ফারুক, ব্যবস্থাপনা পরিচালক, এমএস গ্রুপ পাবনা, ১ম পর্বে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ কামরুজ্জামান, সাবেক বিভাগীয় প্রধান বাংলা, এশিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ।

২য় পর্বের আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও কথা সাহিত্যিক আখতার জামান, বিভাগীয় প্রধান (রসায়ন) সর: মহিলা কলেজ পাবনা, মোঃ আলী আকবর মিঞা রাজু, সম্পাদক জেলা রোভার স্কাউট, পাবনা, কবি ও সংগঠক নুরুল শিপার খাঁন ঢাকা, জেলা জাসাস এর আহবায়ক খালেদ হোসেন পরাগ,ড. মোহাম্মদ আব্দুর রউফ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, সরঃ মহিলা কলেজ পাবনা,এম আব্দুল হালীম বাচ্চু কবি ও অভিনয় শিল্পী, কাব্যালোচক জিয়াউদ্দিন লিটন,অবসর প্রাপ্ত অধ্যক্ষ বগুড়া, সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক, খৈয়াম কাদের, সাবেক উপাধ্যক্ষ, সরঃ আজিজুল হক কলেজ, বগুড়া।

৩য় পর্বের আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, সভাপতি একুশে বইমেলা উদযাপন পরিষদ পাবনা,মোঃ হাসানুজ্জামান, সভাপতি, নোঙর,ঈশ্বরদী, পাবনা, মোখলেস মুকুল, কথাসাহিত্যিক পাবনা, কবি জামাল দ্বীন সুমন, গীতিকার ও উপস্থাপক, বাংলাদেশ বেতার, রাজশাহী,এসএম মাহবুব আলম, সম্পাদক, দৈনিক সিনসা, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, লেখক ও শিক্ষক রিমন খন্দকার,সভাপতিত্ব করেন আলমগীর কবীর হৃদয়, প্রতিষ্ঠাতা সভাপতি, উত্তরণ পাবনা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।শিশু কিশোরদের নাচ গান আবৃত্তি সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন উত্তরণ পাবনার সাবেক সাধারণ সম্পাদক পলাশ আব্দুল্লাহ, গীতা থেকে পাঠ করেন কবি মধুসূদন মজুমদার এর পর ঢাকার মর্মান্তিক মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দুর্ঘটনায় হতাহতসহ মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে যাঁরা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে একটি প্রতিষ্ঠান এবং ৭ জন গুণীজন কে উত্তরণ গুণীজন সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ সাহসের সাথে প্রচারের জন্য, প্রতিষ্ঠান সম্মাননা- যমুনা টেলিভিশন (কলিট তালুকদার),শিক্ষাবিদ সম্মাননা- প্রফেসর কামরুজ্জামান, পাবনা,সাহিত্যে সম্মাননা- প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ (রাবি),সাহিত্য ও গবেষণা সম্মাননা-ড.আমিনুল ইসলাম, রাজশাহী, কবিতায় সম্মাননা-বিজুরী ইসলাম, পাবনা (উদীয়মান কবি),কবিতায় সম্মাননা- আসমান আলী, সভাপতি কুষ্টিয়া সাহিত্য পরিষদ,বাচিক শিল্পী সম্মাননা-সৈয়দা জহুরা ইরা, পাবনা,নজরুল সংগীত সম্মাননা-শফিক উদ্দিন আহমেদ, পরিচালক, সঙ্গীত বিদ্যাবিথী, পাবনা।

  • ১৮তম বর্ষে পদার্পনে উত্তরণ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত