সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ
পাবনা জেলার উপজেলা বেড়া। সেই বেড়া উপজেলার একটি কবরস্থান থেকে ১৭টি কঙ্কাল চুরি হয়েছে এমন অভিযোগের তথ্য পাওয়া গেছে। বেড়া উপজেলার আমিনপুরের থানার ওসি হারুন-অর-রশীদ এ নিয়ে তদন্ত করে জানিয়েছেন যে, গত ১৮ তারিখ সোমবার রাতে কিছু মানুষ আছে তারাই এই কঙ্কাল সরিয়েছে। বর্তমানে এ নিয়ে তদন্ত করছেন পাবনা জেলার উপজেলার আমিনপুর থানার ওসি হারুন-অর-রশিদ। এছাড়াও আশেপাশের লোকজনও এমন তথ্য জানিয়েছেন যে, ১৯ তারিখ রোজ মঙ্গলবার সকাল থেকে ১৭টি কঙ্কালের হদিস পাচ্ছেন না।