জনপ্রিয়

১৪ই এপ্রিল ঢাকা রোডে দেওয়া হবে ডাইভারশন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 year ago

সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ: ১৪ই এপ্রিল উপলক্ষে ঢাকার রাস্তায় দেওয়া হবে ডাইভারশন এমন তথ্যই আজ ১৩ই এপ্রিল রোজ শনিবার জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বন্ধ থাকবে ভোর ৫টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ম্যাপ দ্বারা চিহ্নিত করে দেওয়া হয়েছে। বাংলা মোটর ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং রোড,ইউবিএল ক্রসিং রোড, মেডিক্যাল সেন্টার ক্রসিং রোড, জগন্নাথ হল ক্রসিং রোড, নীলক্ষেত ক্রসিং রোড। এসব রাস্তা বন্ধ থাকবে বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানান এসব রাস্তার পরিবর্তে বিকল্প রাস্তা বেঁচে নিতে। আর সুবিধার জন্য কিছু রাস্তা মার্ক করে দিয়েছেন তিনি। মিরপুর- ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী। যানবাহন বাংলা মোটর – মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছবে।বঙ্গবাজার হাইকোর্ট থেকে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা ইউবিএল ক্রসিং হয়ে জিরো পয়েন্ট কদম ফোয়ারা থেকে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন ইউবিএল -নাইটিংগেল ক্রসিং।

  • ১৪ই এপ্রিল ঢাকা রোডে দেওয়া হবে ডাইভারশন