আকাশ দাশ সৈকত
হামজা চৌধুরীকে নিয়ে আসন্ন এশিয়া কাপের বাছাইপর্বের জন্য ৩৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ২৫শে মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ বাছাইপর্ব। যেখানে বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক ঘটতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠ মাতানো তারা ফুটবলার হামজা চৌধরীর। দীর্ঘ প্রতিক্ষা শেষে অবশেষে হামজাকে দলে ডাক দিয়ে সেই বার্তা জানিয়ে দিরু বাংলাদেশ ফুটবল ফেডারেশন । আগামী ২৫শে মার্চ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ বাছাই পর্বের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন এই ফরোয়ার্ড । হামজা ছাড়াও দলে ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলাম। এইদিকে বাফুফের ৩৮ সদস্যের প্রাথমিক দল থেকে চোটের কারণে ছিটকে গেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তাছাড়া প্রিমিয়ার লিগে না খেলা অধিনায়ক জামাল ভূঁইয়া আছেন ঘোষিত দল তবে বাদ পড়েছেন লিগের প্রথম লেগে দারুণ পারফরম্যান্স করা ফরোয়ার্ড নাভিদ নেওয়াজ জীবন।
বাংলাদেশের প্রাথমিক দল: গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবন, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান। ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত। মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী। ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।