হযরত শাহ্ সাঈয়্যেদ আব্দুর রব চিশতী, বদরপুরী (রহ.) এর স্মরণে আজিমুশ্বান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 day ago

বরগুনা প্রতিনিধি:-

বিশ্ববিখ্যাত তাসাঊফবীদ, শাহান শাহে তরিকত আওলাদে রাসূল (স.) কুতুবুল আলম, মূফতীয়ে আজম, ইমামে আহলে সুন্নাত হযরত শাহ্ সাঈয়্যেদ আব্দুর রব চিশতী বদরপুরী (রহ) এর স্মরণে আজিমুশ্বান মিলাদ মাহফিল গত ৩১শে জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) খানকায়ে উসমানীয়া রব্বানীয়া বদরপুর দরবার শরীফ সদরঘাট পাটুয়াটুলীতে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আখেরী মুনাজাত পরিচালনা করেছেন,আল্লামা মুফতী শাহ্ সাঈয়্যেদ আরিফ বিল্লাহ রব্বানী,সেঝ পীর সাহেব কেবলা বদরপুর দরবার শরীফ। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধন করেন, আল্লামা মুফতী শাহ্ সাঈয়্যেদ নাসির বিল্লাহ রব্বানী, ছোট পীর সাহেব কেবলা বদরপুর দরবার শরীফ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা মুফতী শাইখ মুখতার রেজা মাছুমী, পীর সাহেব কেবলা মাছুমীয়া দরবার শরীফ, শরিয়তপুর। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আ.ফ.ম. খালিদ সাইফুল্লাহ আমিনী, পীর সাহেব কেবলা গড়িয়াবুনিয়া দরবার শরীফ, বেতাগী, বরগুনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব সাহাদাত হোসেন বাদল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। সভাপতিত্ব করেন, আলহাজ্ব আব্দুস সালাম হিরন মিয়া, প্রধান উপদেষ্টা বদরপুর দরবার শরীফ। উপস্থাপনা করেন, সূফি মাওলানা মুহাম্মদ আবু সালেহ সালমান চিশতী, খাদেম ও খলিফা বদরপুর দরবার শরীফ।

  • বদরপুরী (রহ.) এর স্মরণে আজিমুশ্বান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে
  • হযরত শাহ্ সাঈয়্যেদ আব্দুর রব চিশতী