সালাহউদ্দিন সালেহী হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জে এসএসসি পরিক্ষায় ফেল হওয়ায় তিন শিক্ষার্থী বিষপান করে আত্নহত্যার চেষ্টা করেন, একজনের মৃত্যু। ১২মে রবিবার এসএসসি পরিক্ষার ফল ঘোষণা করেন। পরিক্ষায় অকৃতকার্য হওয়ায় মাইশা আক্তার নামে (১৭) এক কিশোরী ইঁদুরের বিষপান করে আত্নহত্যার চেষ্টা করে । তাৎক্ষণিক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। পৃথক ভাবে আরোও দুই কিশোর বিষপান করে আত্নহত্যার চেষ্টা করেছে।তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাযায় কিশোরীর বাড়ি কিশোগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার আদম গ্রামের মজিদ মিয়ার কন্যা মাইশা আক্তার। বাহুবল উপজেলার শিমুলিয়া গ্রামে আত্নীয়র বাড়ি বেড়াতে এসে এ ঘটনা ঘটে। সে স্থানীয় দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া বাহুবল উপজেলার মহব্বতপুর গ্রামের মেহেদী হাসান স্থানীয় একটি মাদ্রাসার পরিক্ষার্থী ছিলেন। তাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৬) এক বিষয়ে পরিক্ষায় কৃতকার্য হতে না পেরে আত্নহত্যার চেষ্টা চালায়। অপর দিকে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের লিলু মিয়ার ছেলে (১৬) শুভ সে স্থানীয় উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষায় অংশ গ্রহণ করেন। সে ও একটি বিষয়ে ফেল হওয়ায় আত্নহত্যার চেষ্টা করে। এ বিষয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের ডাক্তার বিভারবি দাস বলেন কিশোরী মাইশা আক্তার কে হাসপাতালে নিয়ে আসা হলে আমরা থাকে পরিক্ষা নীরিক্ষা করে মৃত ঘোষণা করি। বাকি দুই কিশোরকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার (ওসি) অজয় চদ্র দেব জানান বিষপান করে এক কিশোরীর মৃত্যু হয়েছে শুনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকলে আইনগত পক্রিয়া অনুযায়ী মরদেহ হস্তান্তর করা হবে।