জনপ্রিয়

স্বাধীননতা দিবসে বিএনপির র‍্যালি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 year ago

ফেনী সংবাদ দাতা: ফাহমিদা ফিরোজ

আজ স্বাধীনতা দিবসের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন চলছে বাংলা দেশে। আর এই দিবসে অংশ নেন হিন্দু, মুসলিম সকল ধর্মের মানুষ। প্রতিবছরের মতো এইবছর ও উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। আর এ-ই স্বাধীনতা দিবসকে ঘিরে ফেনী শহরে বেড় হয়েছে একটি বিএনপি র‍্যালি। এটা কৃষক, শ্রমিক দল থেকে বের হয় আজ ২৬শে মার্চ সকালে। এ-ই বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নিয়েছেন কৃষক হতে শ্রমিকরা। এ-ই র‍্যালিতে তাদের একটাই দাবি বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়ার মুক্তি চান। ফেনী রেলগেট থেকে এই মুক্তির দাবির স্লোগান দিতে দিতে হাজির হন ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের প্রান্তে। সেখানে তারা মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি পুষ্প অর্পণ করেন এবং আবার পুনরায় তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যান বেলা ১২টা পর্যন্ত।

  • স্বাধীননতা দিবসে বিএনপির র‍্যালি