জনপ্রিয়

স্টোকসকে ছাড়াই ইংলিশদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 months ago

আকাশ দাশ সৈক

ইংলিশদের হয়ে বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার বেন স্টোকসকে ছাড়াই আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছেন ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু থেকে বাকি আরো মাসখানেকের বেশি। তবে তার আগেই নিজেদের সেরা খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করতে মরিয়া সবকটা দল। তবে সেই দলগুলোর যেন বিপরীত যেন ইংলিশ ক্রিকেট বোর্ড। আগামী বছরের শুরু থেকে ব্যস্ত সূচী থাকা ইংলিশরা আগেই ভাগেই জানিয়ে দিলো নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল। জশ বাটলারকে অধিনায়ক করে ইংলিশদের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরেছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা জো রুট । ২০১৯ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করা এই ব্যাটার দলে ফিরলে এখনো চোট থেকে সেরে না উঠায় দলে অন্তর্ভুক্ত করা হয়নি তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে।

ফেব্রুয়ারি-মার্চে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি । তার আগেই ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের জটিলতার কারণে নির্ধারিত সময়ের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে যায়।

ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির দলঃ- জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

  • স্টোকসকে ছাড়াই ইংলিশদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা!