জনপ্রিয়

স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে ডিমাই খাতা বিতরণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 year ago

ফুয়াদ হাসান রিফাত, ফুলবাড়িয়া প্রতিনিধি

স্বপ্নপুরি ফোরামের উদ্যোগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ফুলবাড়িয়া এপির সহযোগিতায় ৩০০জন অসহায় হত দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ” ডিমাই খাতা” বিতরণ করা হয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ দিদারুল ইসলাম বাদশা স্যার এবং অত্র বিদ্যালয়ের আরো শিক্ষক শিক্ষিকা বৃন্দ, উপজেলা শিশু ফোরাম সভাপতি ফুয়াদ হাসান রিফাত। শিশু ফোরাম সদস্য অঙ্কিতা তরফদার।
সহ আরো অন্যান্যরা।

  • ফুয়াদ হাসান রিফাত